নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দেওয়ার বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে সময় চাইলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লিখিতভাবে সোনিয়া ইডি-কে জানিয়েছেন, যতদিন না তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন, ততদিন তাঁকে যেন হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে ইডি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। করোনায় সংক্রমিত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বাড়ি ফিরেছেন গত সোমবার। ন্যাশনাল হেরাল্ড মামলায় ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনা মুক্ত হয়ে সবেমাত্র বাড়ি ফিরেছেন, এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। আর সেই কারণেই হাজিরা দেওয়ার জন্য আরও সময় চাইলেন সোনিয়া। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন, কোভিড এবং ফুসফুসের সংক্রমণ জনিত কারণে তাঁকে (সোনিয়া গান্ধী) কঠোরভাবে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, তাই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার ইডি-কে চিঠি লিখেছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর হাজিরা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হোক।