Covid Infection: করোনা-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১২,২৪৯; ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৮১,৬৮৭, একদিনে মৃত ১৩

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): একধাক্কায় ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের অনেকটাই বাড়ল। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ৩.৯৪ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮১,৬৮৭-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৩৭৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১৯ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ২৮ হাজার ২৯১ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৪৫,৯৯,৯০৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৯০৩ জন (১.২১ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ৯,৮৬২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,২৫,০৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *