BRAKING NEWS

Flood :কাছাড়ে ভয়াবহ দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি, প্লাবিত বিস্তীৰ্ণ এলাকা, উঁচু স্থান ও ত্রাণ শিবিরে ছুটছেন মানুষ, ২০ জুন পৰ্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

শিলচর (অসম), ১৯ জুন (হি.স.) : গত কয়েকদিনের মুষলধারে অবিরাম বৃষ্টিপাতে এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাছাড় সহ গোটা বরাক উপত্যকায়। কাছাড়ের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। বন্যাদুর্গত মানুষজন পরিবারের শিশু-মহিলা, বয়স্ক, অসুস্থদের নিয়ে উঁচু স্থান এবং ত্রাণ শিবিরের সন্ধানে ছুটোছুটি করছেন। দলে দলে বিপদগ্রস্তরা নিকটবর্তী ত্রাণশিবিরে আশ্রয় নিচ্ছেন।

বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গতকাল থেকে বন্যার জল ক্রমশ বাড়ছে। কাছাড়ের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপার্সন তথা জেলাশাসক কীর্তি জল্লি এক নির্দেশে জানিয়েছেন, গতকাল ১৮ জুন বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে কাছাড় জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি বা বেসরকারি) এবং অপ্রয়োজনীয় বেসরকারি প্রতিষ্ঠানগুলি আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকতে বলেছেন জেলাশাসক৷
এছাড়া দুই, তিন এবং চার চাকার গাড়ি চলাচলে জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যে অনেক অসুবিধা সৃষ্টি করছে। তাই আগামী ২৪ ঘণ্টার জন্য যানবান চলাচলে সীমিত করা হয়েছে৷ এই আদেশ ২০ জুন সকাল ৬-টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার জন্য বলবৎ থাকবে৷ জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করতে জেলাশাসক তথা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপার্সন কীর্তি জল্লি নির্দেশে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *