নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে ঘটে চলা বিক্ষোভ ও হিংসার মধ্যেই ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী জানিয়ে দিলেন, অগ্নিপথ প্রকল্পের রোলব্যাকের কোনও প্রশ্নই নেই। একইসঙ্গে হিংসার নিন্দা করে তিনি বলেছেন, সেনাবাহিনী হিংসার নিন্দা করে। দাঙ্গাকারীরা সেনাবাহিনীর অংশ হবে না।
অনিল পুরী বলেছেন, শৃঙ্খলাই ভারতীয় সেনাবাহিনীর ভিত্তি। অগ্নিসংযোগ, ভাঙচুরের কোনও স্থান নেই। প্রত্যেকেই একটি শংসাপত্র দেবে যে তাঁরা প্রতিবাদ অথবা ভাঙচুরের অংশ ছিল না। পুলিশ ভেরিফিকেশন ১০০ শতাংশ, এটা ছাড়া কেউ জয়েন করতে পারবে না।”
অগ্নিপথ নিয়োগ প্রকল্পের স্বপক্ষে রবিবার সাংবাদিক বৈঠক করেন ভারতীয় সেনার তিন বাহিনী— পদাতিক, বায়ুসেনা এবং নৌসেনার শীর্ষকর্তারা। লেফটেন্যান্ট জেনারেল অনিলের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী, এয়ার মার্শাল এসকে ঝা। এদিন ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী বলেছেন, এই বছরের ২১ শে নভেম্বর থেকে, প্রথম নৌ-অগ্নিবীররা প্রশিক্ষণ নিতে, ওড়িশার আইএনএস চিল্কায় পৌঁছতে শুরু করবে। মহিলা এবং পুরুষ উভয় অগ্নিবীরদের জন্য অনুমতি দেওয়া হয়েছে।”