Debarpreet : অমরপুরের সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনালে দেবারপ্রীত – বিবেকানন্দ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। ফাইনাল ম্যাচটি আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা পুরোটাই নির্ভর করছে আবহাওয়া এবং মাঠের পরিস্থিতির উপর। অমরপুরে সিনিয়র ক্লাব ক্রিকেটের ফাইনালে খেলবে দেবারপ্রীত ক্রিকেট একাডেমি ও বিবেকানন্দ ক্লাব। ক্রীড়া সূচি অনুযায়ী আজ, রবিবার ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু অতি বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে আজ ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক কারণেই ফাইনাল ম্যাচটি নিয়ে সন্দেহ রয়েছে। তবে তা পুরোটাই নির্ভর করছে আবহাওয়া ও মাঠের পরিস্থিতির উপর। বলাবাহুল্য, শনিবারে দেবারপ্রীত ক্রিকেট একাডেমি ও আরসিসি-র মধ্যে কোয়ালিফায়ার-টু ম্যাচটি বৃষ্টির জন্যই অনুষ্ঠিত হতে পারেনি। লিগের পয়েন্ট এবং রানরেটের বিচার করে দেবারপ্রীত ক্রিকেট একাডেমিকে ফাইনালে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। দেবারপ্রীত ক্রিকেট একাডেমির রান রেট ১.২৪৩, অপর দিকে আরসিসি-র রান রেট ১.১০৮। দু’দল পাঁচটি করে ম্যাচ খেলে সমসংখ্যক ১৪ করে পয়েন্ট সংগ্রহ করে সমপর্যায়ে থাকলেও রানরেটের বিচারে দেবারপ্রীত ক্রিকেট একাডেমির ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *