Chess : রাজ্য রেটিং স্কুল দাবা পিছিয়ে ১০-১১ জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন।। স্থগিত হওয়া রাজ্য স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হবে ১০ জুলাই। চলবে ১১ জুলাই পর্যন্ত। এ আই সি এফ এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে দুদিনব্যাপী রাজ্য স্কুল দাবা শুরু হওয়ার কথা ছিলো রবিবার থেকে। কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য স্থগিত রাখা হয়েছে আসর। এদিন রাজ্য সংস্থার পক্ষ থেকে আসরের নতুন দিনক্ষণ ঘোষনা করা হয়। রেকর্ড সংখ্যক বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমে থাকায় দাবাড়ুদের পক্ষে আসরে অংশ নেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিলো। তাই বাধ্য হয়েই রাজ্য সংস্থার স্থগিত রেখেছিলো আসর। পরে এদিন নতুন করে দিনক্ষণ ঘোষনা করা হয়। প্রসঙ্গত:‌৪৪ তম চেস আলিম্পিয়াডকে সামনে রেখেই হবে ওই আসর। প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে-‌ মোট ৬ জনকে চেন্নাই অলিম্পিয়াড বিশ্ব বরেন্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে। ‌