হাফলং (অসম), ১৬ জুন (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগ কবলিত ডিমা হাসাও জেলায় মৃত্যু একজনের। মাহুর নদীর জলের স্রোতে ভেসে গিয়েছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিকে দারজন থাওসেন (৫৪) বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে দারজন থাওসেন মাহুর নদী পার হতে গেলে জলের স্রোতে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার পুরানা মাইবাঙের কাছে দারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশপ জানিয়েছে, মাহুর থানার অন্তর্গত থাপা গ্রামের বাসিন্দা দারজন থাওসেন পায়ে হেঁটে নদী পার হতে গেলে এই বিপত্তি ঘটেছে। লাগাতার বৃষ্টিতে মাহুর নদী এমনিতেই ফুলেফেঁপে উঠেছে। তাই নদীতে স্রোতও ছিল বেশি। এই অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে জলের স্রোতে ভেসে গেছেন দারজন থাওসেন।