নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৫ জুন৷৷ কৈলাসহর মহকুমার অন্তর্গত পূর্ব ইয়াজেখাওরা তিন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাঈদ আলী ওরুফে বসাই আলীর দোতলা বিশিষ্ট ঘরের একটি রুম বজ্রপাতের ফলে শর্ট সার্কিটের কারণে সম্পূর্ণ ভষ্মীভূত৷ খবরে প্রকাশ আজ বিকাল অনুমান ৩টার সময় আসে প্রচন্ড ঝড়ো হওয়া এবং বজ্রসহ বৃষ্টি৷ বৃষ্টি শেষ হলে দোতলায় উঠেন এবং দেখেন সমস্ত রুম আগুনে জ্বলে ভষ্মীভূত হয়ে গেছে৷ দোতলা ঘরের ভিতরে যা ছিল সব পুড়ে গিয়েছে৷
2022-06-15