Rahul Gandhi: কর্মীদের সঙ্গে হেঁটে ইডি দফতরে পৌঁছলেন রাহুল, নাটকীয় পরিস্থিতি রাজধানীতে

নয়াদিল্লি, ১৩ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় ইডি অফিসে পৌঁছলেন রাহুল গান্ধী। তাঁকে ঘিরে কয়েকশো দলীয় কর্মী মিছিল। ইডি দফতরে ঢুকেই রাহুল সোজা চলে যান সি ব্লকে। সঙ্গে ইডির নোটিস এবং আইডি কার্ড নিয়ে এসেছেন তিনি। সূত্রের খবর আর ১৫ মিনিটের মধ্যে শুরু হবে জেরা।

কংগ্রেস সাংসদের ইডি-হাজিরা ঘিরে সপ্তাহের শুরুতেই সরগরম রাজধানী। সোমবার সকাল থেকে দিল্লিতে নাটকীয় পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের স্লোগানে মুখরিত রাজপথ। কয়েক জন কংগ্রেস কর্মীকে দলের সদর দফতরের সামনে থেকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।
সোমবার সকাল থেকে দিল্লির রাজপথে নেমে রাহুল গান্ধীর সমর্থনে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দফতরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাহুলের ইডি-হাজিরার প্রতিবাদে দিল্লিতে একাধিক বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। ইডি দফতরে সোনিয়া-পুত্রের হাজিরা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তকারী সংস্থার অফিসও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বেলা গড়ালে বিক্ষোভের আঁচ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাহুলের ইডি-হাজিরা ঘিরে কংগ্রেসের এ হেন প্রতিবাদ প্রদর্শন আদতে কংগ্রেসের ‘ভুয়ো সত্যাগ্রহ’ বলে বিঁধেছে বিজেপি।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে সনিয়া ও রাহুল গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোভিডে সংক্রমিত হওয়ায় গত ৮ জুন ইডি দফতরে হাজিরা দিতে পারেননি কংগ্রেস সভানেত্রী। এর আগে বিদেশে থাকার জন্য ইডি দফতরে যেতে পারেননি রাহুলও। ফের রাহুলকে নোটিস দিয়ে সোমবার হাজিরা দিতে বলে তদন্তকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *