মাদারিহাট, ১২ জুন ( হি. স.) : আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি মুদিখানা দোকান। মাদারিহাট ব্লকের উমাচরণপুর নয় মাইলে ঘটনাটি ঘটেছে। শনিবার মধ্য রাতের এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে এক ব্যক্তি। অন্যদিকে দেরী করে আসায় জনতার রোষের মুখে পড়ে গাড়ি নিয়ে পালিয়ে যান দমকল কর্মীরা। এই ঘটনায় কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে বলেই মনে করছেন দোকানের অন্যতম মালিক গণেশ সাহা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ নয় মাইলের গণেশ সাহা ও কার্তিক সাহার মুদির দোকানে আগুন লাগে। গণেশ জানান, দোকান বন্ধ করে যাওয়ার সময় বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে যান। তাঁর ধারণা, কেউ বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে, আগুন নেভাতে এসে সুজয় সরকার নামে স্থানীয় গুরুতর জখম হয়েছেন। বর্তমানে আলিপুরদুয়ার ভর্তি আছেন।
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গেই ফালাকাটার দমকল কর্মীদের বহুবার ফোন করলেও কেউ ফোন ধরেননি। এরপর ফালাকাটা থানায় ফোন করা হয়। প্রায় দুই ঘণ্টা পর ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। তবে ততক্ষণে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন আয়ত্তে চলে আসে। জনতার রোষের মুখে পড়ে দমকল কর্মীরা গাড়ি নিয়ে পালিয়ে যান। দোকান মালিক জানান, দোকানের মালপত্র পুড়ে গিয়েছে।–