হাফলং (অসম), ১১ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় জালিয়াতি করে নকল পিআরসি ইস্যু করার পরিপ্রেক্ষিতে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগের সচিব দেবানন্দ দাওলাগাপু গত ৮ জুন নির্দেশ জারি করে ইতিমধ্যে জেলায় যে সব পিআরসি ইস্যু করা হয়েছে সে সব পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন। আগামী ৯ জুলাইয়ের মধ্যে সব পিআরসি হোল্ডাররা তাদের পিআরসির অরিজিনাল পিআরসি জমা দিতে বলা হয়েছে।
সঙ্গে তিনি বলেছেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ১৯৭০-৭১ সালের ভোটার তালিকা ও জমির পাট্টা, রাজস্ব গ্রামগুলির ক্ষেত্রে খানসুমারির তালিকা ও অ-উপজাতি জনগোষ্ঠীর যাঁরা রয়েছেন তাঁরা পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগ থেকে যে তারিখে পিআরসি ইস্যু করা হয়েছে সেই তারিখ থেকে ১২ বছর আগের জমির পাট্টা জমা দিতে হবে। আর এই সময়ের মধ্যে যদি কেউ তা জমা দিতে ব্যর্থ হন তা-হলে ৯ জুলাই থেকে ওই পিআরসি বাতিল বলে গণ্য করা হবে না।
এই নির্দেশের পর গোটা জেলায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এত কম সময়ের মধ্যে পিআরসি কীভাবে জমা করবেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষ এনিয়ে সবাই চিন্তিত।
এদিকে পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগের পক্ষ থেকে জেলা নির্বাচনী কার্যালয়ে ১৯৭০-৭১ সালের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ভোটার তালিকা দেওয়ার জন্য চিঠি দিয়ে জানানো হয়েছে। এর পর জেলা নির্বাচনী কার্যলয় থেকে পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে, জেলা নির্বাচনী কার্যালয়ে ১৯৭০-৭১ সালের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কোনও ভোটার তালিকা নেই। এমন-কি রাজ্য নির্বাচন কমিশন কর্তৃপক্ষের কাছেও ১৯৭০-৭১ সালের ভোটার তালিকা নেই।
জানা গেছে, ১৯৭০-৭১ সালে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনে কোনও ভোটার তালিকা প্রকাশ হয়নি। এই অবস্থায় উত্তর কাছাড় পার্বত্য পরিষদের রাজস্ব বিভাগ এবার এ সম্পর্কে কী নির্দেশ জারি করে তা হবে লক্ষ্যণীয়।