নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ প্রত্যন্ত পাহাড়ি জনপদে ফের ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীনে কাঁকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া এলাকা থেকে সাত বছরের এক শিশু কন্যা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷
জানা গেছে, তিনদিন ধরে জ্বর জনিত সমস্যায় ভোগছিল সাত বছরের শিশু কন্যা শর্মিলা রিয়াং৷ শুক্রবার বিকেল নাগাদ শর্মিলার জ্বর না কমার কারণে পরিবারের লোকজন চিন্তিত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে তার রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ম্যালেরিয়ার জীবাণু রয়েছে৷ পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে৷ প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের মধ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ছড়ালেও এক্ষেত্রে নির্বিকার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে মহাকুমার স্বাস্থ্য দপ্তরের কর্তা-ব্যাক্তিরা৷
এদিকে সংবাদে আরো জানা গেছে, শর্মিলা রিয়াংয়ের মতো অনেকেই কাঁকড়াছড়া এডিসি ভিলেজ সহ আশপাশ এলাকায় জ্বর নিয়ে ভুগছে শিশু থেকে বৃদ্ধরাও বলে খবর৷
একদিকে যেমন অর্থের অভাব অন্যদিকে হাজরাপাড়া এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রায়শই বন্ধ থাকে বলে অভিযোগ দীর্ঘদিনের৷ তাছাড়া গিরিবাসীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বরাবরই৷ এলাকাবাসীদের তরফ থেকে বারবার তেলিয়ামুড়া স্বাস্থ্য দপ্তরের কাছে স্বাস্থ্য শিবির করার জন্য আবেদন জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে মহকুমা স্বাস্থ্য আধিকারিক কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করে না বলে অভিযোগ দীর্ঘদিনের৷ এদিকে তেলিয়ামুড়া হাসপাতাল সূত্রে জানা যায়,, প্রতিনিয়তই এক’’দুজন করে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে৷ একাংশ এলাকাবাসীর দাবি, মহাকুমার স্বাস্থ্য প্রশাসন যেন ম্যালেরিয়ায় আক্রান্ত এলাকাগুলিতে কমপক্ষে একটি করে সচেতনতামূলক এবং স্বাস্থ্য শিবির করে৷ এক্ষেত্রে উপকৃত হবে গিরিবাসী অংশের মানুষজন৷
2022-06-10