ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।।খেতাব নির্ণায়ক ম্যাচ ১২ জুন। ওই দিন ফাইনালে মুখোমুখি হবে কসমোপলিটন ক্লাব এবং ব্রু জোয়াইন মথৌ দল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে ওইদিন সকাল পৌনে ৯ টায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে পর পর সবকটি ম্যাচে জয় পেয়ে শীর্ষে কসমোপলিটন ক্লাব। তিন ম্যাচে পয়েন্ট ৬। অপরদিকে ব্রু জোয়াইন মথৌ দলের পয়েন্ট ৩। দুদলই রয়েছে শীর্ষে। খেতাব জয় করতে দুদলই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে মহকুমা ক্রিকেট সংস্থা সূত্রে জানা গেছে।
2022-06-09