ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন। আয়োজক হরিয়ানা ফের পদক তালিকার শীর্ষে উঠে এসেছে। হরিয়ানা ত্রিশটি স্বর্ণপদক, সাতাশটি রৌপ্য পদক এবং ৩৫ টি ব্রোঞ্জ পদক সহ মোট ৯২টি পদক পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। মাঝখানে একদিন মহারাষ্ট্র আয়োজক হরিয়ানাকে ছাপিয়ে তালিকার শীর্ষে স্থান করে নিলেও আজ ষষ্ঠ দিনে হরিয়ানা পরপর দুটি স্বর্ণ পদক প্রাপ্তির সুবাদে পুনরায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। মহারাষ্ট্র ২৯টি স্বর্ণ, ২৬টি রুপো, ২২টি ব্রোঞ্জ সহ মোট ৭৭ টি পদক নিয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। পূর্বোত্তরের সেরা মনিপুর রয়েছে তৃতীয় স্থানেই। মনিপুর ১৩টি স্বর্ণ, ৩টি রুপো, ২টি ব্রোঞ্জ সহ মোট ১৮টি পদক পেয়েছে। চতুর্থ স্থানে তামিলনাড়ু রয়েছে ১০টি স্বর্ণ, ১০টি রুপো, ৭টি ব্রোঞ্জ সহ মোট ২৭টি পদক নিয়ে। পাঞ্জাব রয়েছে পঞ্চম স্থানে ৮টি স্বর্ণ, ৭টি রুপো, ৭টি ব্রোঞ্জ সহ মোট ২২টি পদক নিয়ে। এভাবে যথাক্রমে ষষ্ঠ স্থানে উত্তর প্রদেশ সপ্তম স্থানে মধ্যপ্রদেশ অষ্টম স্থানে দিল্লি নবম স্থানে পশ্চিমবঙ্গ এবং দশম স্থানে রাজস্থান রয়েছে। পদক তালিকা ত্রিপুরা এই মুহূর্তে ১৬ থেকে ১৯ নম্বরে নেমে এসেছে। ত্রিপুরার ঝুলিতে দুটি স্বর্ণসহ মোট চারটি পদকই রয়েছে। ফলাফলের নিরিখে আজ ষষ্ঠ দিনে এথলেটিক্সে বালক বিভাগের ২০০ মিটার স্প্রিন্টে কুশ কুমার দত্ত ফাইন্যাল রাউন্ডে উঠলেও পদকের অনেক দূরে রয়ে যায়। সকালে অনুষ্ঠিত এই লড়াইয়ে কুশ সপ্তম স্থান দখল করে। টেনিসে ত্রিপুরার একমাত্র আশা তুজিলাং দেববর্মা সিঙ্গেলসের লড়াই থেকে বিদায় নেয়। বালক বিভাগে কোয়ার্টার ফাইনালে তুইজিলাং ১-৬ ও ১-৬ গেমে গুজরাটের প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়।
2022-06-09