Anglong Autonomous Council :নির্ঝঞ্ঝাটে চলছে ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোট, ৭,৪০,০৬০ জন ভোটারের হাতে ১৬৫ জন প্রার্থীর ভাগ্য

ডিফু (অসম), ৮ জুন (হি.স.) : ২৬ আসনের কারবি আংলং স্বশাসিত পরিষদের ভোটগ্রহণ চলছে। ৭,৪০,০৬০ জন ভোটারের হাতে নির্ধারণ হবে ১৪ জন মহিলা সহ ১৬৫ জন প্রার্থীর ভাগ্য। এখন পর্যন্ত ভোটপ্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণভাবে চলছে, জানা গেছে প্রশাসন সূত্রে।

আজ বুধবার সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আবহাওয়া অনুকূল। তাই সম্ভবত সকাল খেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে উৎসাহী ভোটারদের দীর্ঘ লাইন। মোট ৯০৬টি কেন্দ্ৰে চলছে ভোটগ্ৰহণ। এগুলির মধ্যে ৫৭টি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিফুর বিধায়ক বিদ্যাসিং ইংলেং এবং বোকাজানের বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমল মোমিল সকাল সকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারবি আংলঙের জেলাশাসক দিবাকর নাথ জানিয়েছেন, এবার কারবি পরিষদের নির্বাচনে মোট ১৭টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা ভোট কর্মীর দ্বারা পরিচালিত হচ্ছে। আজ সকাল ৭.৩০-টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪-টা পর্যন্ত। কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন ইভিএমের বদলে অনুষ্ঠিত হচ্ছে ব্যালট পেপারে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ১০ জুন সকাল ৮-টা থেকে, জানান জেলাশাসক।

এদিকে কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে জানিয়ে জেলাশাসক জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, মূলত মোট ৩০ জন পারিষদ নিয়ে গঠিত কারবি আংলং স্বশাসিত পরিষদ। তাঁদের মধ্যে কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং, উভয় জেলাকে অন্তর্ভুক্ত করে ২৬ জনকে নির্বাচিত করেন ভোটার-জনতা। বাকি চার সদস্য পদাধিকার বলে মনোনীত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *