আগরতলা, ৮ জুন : আসন্ন উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত ৮ বড়দোয়ালী কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থনে মিছিল সংঘটিত হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী রঘুনাথ সরকারসহ ফরওয়ার্ড ব্লকের কয়েকজন নেতাকর্মী।
উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য দুটি কেন্দ্রে ঝড়ো প্রচার চালাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। বাম দলও পিছিয়ে নেই। প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছেন বামফ্রন্ট। বুধবার ফরওয়ার্ড ব্লকের নির্বাচনী মিছিলে রঘুনাথ সরকারকে আসন্ন উপ নির্বাচনে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন নেতাকর্মীরা।
প্রার্থী রঘুনাথ সরকারের কথায়, রাজ্যের মানুষ অপশাসন থেকে মুক্ত হতে বামফ্রন্টের পক্ষে রায় দেবেন। তিনি এও জানিয়েছেন, মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষ বলছেন, পুরভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই উপনির্বাচনে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা করা হোক। উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে সরকারকে পরিবর্তন করা সম্ভব নয়। তবে মানুষের কথা তুলে ধরার অধিকার পাওয়ার জন্যই নির্বাচনে লড়াই করবেন বলে জানিয়েছেন রঘুনাথ সরকার। জয় সম্পর্কে ১০০ শতাংশ আশাবাদী তিনি।