কসমোপলিটনের রাজেশের পাশে থাকার আশ্বাস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। কসমোপলিটনের রাজেশ দেববর্মা অসুস্থ। বর্তমানে জিবিপি হাসপাতলে চিকিৎসাধীন।
দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত কসমোপলিটন ক্লাবের প্রতিনিধি রাজেশ দেববর্মা। ভর্তি রয়েছেন জিবি-‌র ক্যান্সার হাসপাতালে। মঙ্গলবার তাঁকে দেখতে জিবিতে ছুটে গেলেন রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস। সঙ্গে ছিলেন টি সি এ-‌র  এপেক্স কাউন্সিলের দুইজন সদস্য জয়ন্ত দে এবং সত্যেন্দ্র নাথ। সঙ্গে ছিলেন এম বি বি স্টেডিয়ামের ইনচার্জ নয়ন দেববর্মা। প্রত্যেকেই রাজেশ দেববর্মার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন। তাঁর দ্রুত আরোগ্য ও কামনা করলেন প্রত্যেকে। টি সি এ-‌র তরফ থেকে যুগ্ম সচিব রাজেশ দেববর্মার পাশে থাকার ও আশ্বাস দিলেন। শারীরিক ওই অবস্থার সময়  টি সি এ-‌র যুগ্ম সচিব সহ বাকিদের কাছে পেয়ে ভীষণই খুশি হলেন রাজেশ দেববর্মা। মনের জোরও তাঁর অনেকটাই বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *