রামপুর, আজমগড় উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

নয়াদিল্লি, ৪ জুন(হি.স) : সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ভারতীয় জনতা পার্টি(বিজেপি) আজমগড় লোকসভার পাশাপাশি উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভা উপনির্বাচনের রামপুর আসনে প্রার্থী ঘোষণা করল।

আজমগড় থেকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়েছে। লোকসভা শূন্য পদের জন্য বিজেপি ব্রাহ্মণ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদবকে “নিরহুয়া” আসন থেকে প্রার্থী করেছে। প্রাক্তন সমাজবাদী পার্টি (সপা) নেতা ঘনশ্যাম লোধিকে রামপুর থেকে প্রার্থী করেছে। উল্লেখ্য, রামপুর আসনে বহুজন সমাজবাদী দল প্রার্থী দেয়নি। কিন্তু আজমগড়ের লোকসভা উপনির্বাচনে প্রার্থী দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *