পঞ্জাবে বড় ধাক্কা খেল কংগ্রেস, অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন ৫ শীর্ষ নেতা

চন্ডীগড়, ৪ জুন (হি.স.): পঞ্জাবে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন শীর্ষ ৫ নেতা। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী বলবীর সিধু, গুরপ্রীত কাঙ্গার, শ্যাম সুন্দর আরোরা, রাজ কুমার ভেরকা ও কেওয়াল ধীলন।

এছাড়াও আরও কয়েকজন এদিন বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা হলেন-প্রাক্তন কংগ্রেস বিধায়ক অমৃক ধীলন, শিরোমণি অকালী দলের প্রাক্তন বিধায়ক স্বরূপ চন্দ সিংলা ও শিরোমণি অকালী দলের বহিষ্কৃত নেতা মোহিন্দর কৌর জোশ। দলে ভাঙনের পর বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন পঞ্জাব কংগ্রেসের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *