নয়াদিল্লি, ৪ জুন(হি.স) : কোনও এক বড় মাপের বিজেপি নেতার মুখোশ খুলে দেবেন মণীশ সিসোদিয়া। টুইট করে এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কেজরিওয়ালের আপ।
এদিন টুইটের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল একটি খবরের কাগজের রিপোর্ট জুড়ে দিয়েছেন। ওই রিপোর্ট সত্যেন্দ্র জৈন সংক্রান্ত। শুক্রবার এই মামলার শুনানি হয় দিল্লি হাইকোর্টে। আদালতে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডি জানায়, আপ-এর নেতা এই মামলায় অভিযুক্ত না। ইডি-র এই বক্তব্যকে সামনে রেখেই বিজেপি’র বিরুদ্ধে সরাসরি সংঘাতে নেমেছেন অরবিন্দ কেজরিওয়াল। সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারির ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।