Three Arrested With Intoxicants : নেশা সামগ্রী সামগ্রী সহ আটক তিন

আগরতলা, ৩ জুন : শহরের বুকে নেশার রমরমা বাণিজ্য অব্যাহত। শুক্রবার ফের পুলিশের জালে আটক ৩ নেশা কারবারি। রাজধানী কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় ৩ নেশা কারবারি ড্রাগসের লেনদেন করতে আসলে তাদের আটক করে পশ্চিম থানার পুলিশ। আটককৃত ৩ যুবকের নাম মুবারক মিয়া ও আমির হোসেন। তাদের দুজনের বাড়ি রাজনগর এলাকায় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। অপর এক যুবকের নাম সোমনাথ সাও। এর আগেও বেশ কয়েকটি মামলায় তাদের নাম জড়িত আছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তাদের কাছ থেকে তিন প্যাকেট হিরোইন সহ বেশকিছু খালি কৌটা এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।