Rahul Ashish Brilliant Performance : রাহুল, আশিষের দুর্দান্ত পারফরম্যান্স, সুপারে জয় দিয়ে শুরু কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২ জুন ‌।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো কসকমোপলিটন ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে ৮৪ রানে পরাজিত করলো চুং কাউ থাংগা দলকে। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সুপার ফোরে। চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট।বৃহস্পতিবার বাইখোরা স্কুল মাঠে ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে জয় পায় কসমোপলিটন ক্লাব। প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাবের গড়া ১৯৩ রানের জবাবে চুং কাউ থাংগা দল ১০৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রাহুল হুসেন ৭৩ রান করেন। এছাড়া আশিষ কুমার যাদব ৪ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব ৩৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। দলের হয়ে রাহুল হুসেন ৯৪ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে ৭৩, প্রসেনজিৎ বিশ্বাস ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬,দেবাশিষ সাহা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, আশিষ কুমার যাদব ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজদ্বীপ দত্ত ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে হিমালেশ সাঙ্গমা (‌৩/‌৩০), সুকান্ত রিয়াং (‌৩/‌৩২) এবং হেবাল রিয়াং (‌২/‌৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে আশিষ কুমার যাদবের (‌৪/‌২০) বিধ্বংসী বোলিংয়ে ২৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রানে গুটিয়ে যায় চুং কাউ থাংগা দল। দলের পক্ষে পিটারসন রিয়াং ‌‌‌‌১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌),সুনীল রিয়াং ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, ক্লিন্টন রিয়াং ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৬,হিমালেশ সাঙ্গমা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং হরি চন্দ্র রিয়াং ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে আশিষ কুমার যাদব ছাড়া অনুরাগ দেবনাথ (‌৩/‌১৩) এবং রাজদ্বীপ দাস (‌২/‌১৪) সফল বোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *