আগরতলা, ২ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের পুরানো মোটর স্ট্যান্ড এলাকাটি নেশা কারবারি ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে মোটর স্ট্যান্ডে এক টমটম চালক এলাকায় নেশা সামগ্রী বিক্রি এবং নেশা গ্রহণ করতে আপত্তি জানালে তার উপর হামলা চালায় নেশা কারবারিরা৷ তাতে টমটম চালক গুরুতর ভাবে আহত হন৷ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷
ঘটনার বিস্তারিত বিবরণে জানা গেছে, মোটর স্ট্যান্ডে কুড়ি পঁচিশ জন লোক নেশা করছিল এবং নেশা বিক্রি করছিল৷ এ ধরনের পরিবেশ নজরে আসতেই টমটম চালক আপত্তি জানান৷ মোটর স্ট্যান্ড চত্বরে এ ধরনের কার্যকলাপ না করার জন্য বলতেই তার ওপর কাঁচের বোতল ভেঙ্গে ঢিল ছুঁড়ে নেশাখোররা৷ ধারালো কাঁচের বোতলের আঘাতে টমটম চালকের শরীর থেকে প্রচন্ড পরিমানে রক্তপাত হয়৷ সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷
ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ অবশ্য ঘটনার পর কাউকে আটক করার খবর নেই৷ ঘটনাকে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মোটর শ্রমিকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, মোটর স্ট্যান্ড চত্বর এলাকায় বেপরোয়াভাবে নেশা বিক্রেতা এবং নেশাখোররা সবসময় অবস্থান করছে৷ গোটা মোটর স্ট্যান্ড চত্বর নেশা কারবারি ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ এসব বিষয়ে আপত্তি জানালে আক্রান্ত হতে হচ্ছে৷
বৃহস্পতিবার বেলা সাড়ে নয়টা নাগাদ এ ধরনের ঘটনার সাক্ষী হলেন মোটর শ্রমিক সহ স্থানীয় বাসিন্দারা৷ পুলিশের ভূমিকার তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ পুলিশের চোখের সামনে এ ধরনের ঘটনা সংঘটিত হলে কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ৷ নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে এলাকাটিকে নেশাখোরদের কবলমুক্ত করা সম্ভব বলেও স্থানীয় বাসিন্দা এবং মোটর শ্রমিকরা অভিমত ব্যক্ত করেছেন৷ কিন্তু পুলিশ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ মোটর স্ট্যান্ড এলাকাকে নেশা কারবারি এবং নেশাখোরদের কবল থেকে মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন সে জন্য জোরালো দাবি উঠেছে৷