নয়াদিল্লি, ১ জুন(হি.স) : আগামী ২ জুলাই থেকে হায়দরাবাদে বিজেপির দুদিনের জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু হবে বলে বুধবার দলীয় সূত্রে জনা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা সহ দলের সমস্ত শীর্ষ নেতা বৈঠকে যোগ দেবেন।
বিজেপি তেলেঙ্গানায় টিআরএসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হওয়ার জন্য কাজ করছে, তাই এবার হায়দরাবাদে দলের শীর্ষ বৈঠকের অয়োজন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।