খাস জমি দখল নিলেন এক ব্যক্তি, গৃহহীন ১৭ পরিবার

আগরতলা, ৩০ মে : রাজধানীর রঞ্জিত নগর স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় বস্তি উচ্ছেদ করা হয়েছে সোমবার। প্রশাসনের সহায়তা নিয়ে এক ব্যক্তি নিজের জমি দখল নিয়েছেন।

জানা গেছে, ওই এলাকায় মিন্টু সরকারের খাসের জায়গায় ২০০৮ সালে পূর্বতন সরকার ১৭টি পরিবারকে মাথা গোঁজার জন্য ঠাঁই করে দিয়েছিল। কিন্তু সম্প্রতি জনৈক প্রদীপ দেব ওই পরিবারগুলিকে সেই জায়গা থেকে উঠে যেতে বলেন। জায়গাটি ক্রয় করেছেন বলে দাবি করেন।

কিন্ত, ওই পরিবারগুলি জায়গা ছেড়ে দিতে রাজি না হওয়ায় সোমবার সকালে একজন শ্রমিক নিয়ে সেখানে যান প্রদীপ দেব। অভিযোগ প্রশাসনের সহযোগিতায় ওই পরিবারগুলির সমস্ত ঘরের বিদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছে। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।অসহায় পরিবারগুলির অভিযোগ, জায়গা ছেড়ে দেওয়ার জন্য আগাম তাঁদের জানানো হয়নি। তাই, তাঁরা সাত দিনের সময় চেয়েছিল। কিন্তু কথা রাখেননি প্রদীপ দেব এবং কোর্টের নোটিশও তিনি দেখাতে পারেননি বলে অভিযোগ। ফলে বাধ্য পরিবারগুলি ওই জায়গা ছেড়ে দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *