শান্তিরবাজারে চ্যালেঞ্জার ট্রফি : তুইকর্মাকে হারিয়ে কসমোপলিটনের বিশাল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে কসমোপলিটন ক্লাবের তিন শতাধিক রান। তুইকর্মা যুব ক্লাব পর্যুদস্ত। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেট এখন শেষ পর্যায়ে। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কসমোপলিটন ক্লাব ২৩০ রানের বড় ব্যবধানে তুইকর্মা যুব ক্লাবকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে কসমোপলিটন ক্লাব পরবর্তী রাউন্ডে খেলার জন্য আরো এক ধাপ এগিয়েছে। বাইখোরা স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তুইকর্মা যুব ক্লাবের বোলারদের একপ্রকার ছাতু পেটা করে কসমোপলিটনের ব্যাপার্সরা নির্ধারিত ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য রেখে আগেই ওভার সংখ্যা কমিয়ে ৩৬ করা হয়। কসমোপলিটনের পক্ষে প্রীতম মজুমদার ৯৩ বল খেলে ১৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সহযোগে ৯৭ রান সংগ্রহ করে। জনক রিয়াং দুর্দান্ত ব্যাটিং করে ৯০ রান সংগ্রহ করেছে। জনক ৪৬ বল খেলে ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রান পায়। এছাড়া সম্রাট মজুমদার ৩৩ রান পেয়েছে। তুইকর্মা ক্লাবের জিতেন্দ্র রিয়াং ৪৭ রানে দুইটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তুইকর্মা যুব ক্লাব ১৩.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সঞ্জীত দেববর্মা সর্বাধিক ২১ রান পায়। কসমোপলিটন ক্লাবের তিনজন বোলারই সবকটি উইকেট ভাগ করে নেয়। আশিস কুমার যাদব ২৯ রানে ৪ উইকেট পায়। এছাড়া, রাজদ্বীপ দত্ত ১৭ রানে এবং প্রসেঞ্জিত বিশ্বাস ২০ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। ২৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় কসমোপলিটন ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *