চন্ডীগড়, ৩০ মে (হি.স.): পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসওয়ালাকে খুনের ঘটনার প্রেক্ষিতে পঞ্জাব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা সুনীল জাখার। সোমবার সুনীল জাখার বলেছেন, “পঞ্জাবের আইন-শৃঙ্খলার যে অবনতি ঘটছে তা প্রকাশ্যে। নিরাপত্তা প্রত্যাহার করা নিয়েও ভগবন্ত মান সরকারের তীব্র সমালোচনা করেছেন সুনীল জাখার। তিনি বলেছেন, “যাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, পঞ্জাব পুলিশের উচিত অরাজনৈতিক এবং নিরপেক্ষভাবে তাঁদের ঝুঁকি মূল্যায়ন করা।”
রবিবার মানসায় নিজের বাড়ি ফেরার পথে সিধুর গাড়ি ঘিরে ধরে গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সিধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবারই পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় সরকার। তার মধ্যে ছিলেন এই কংগ্রেস নেতাও। এ প্রসঙ্গে সুনীল জাখার বলেছেন, “নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত কেন এবং কার প্রকাশ করা তালিকা প্রকাশ করেছে, যাতে ৪০০ জনের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে? তদন্ত হওয়া উচিত, এটি অপরাধমূলক অবহেলা।”
এদিকে, সিধু মুসওয়ালা খুনের ঘটনায় সোমবার চন্ডীগড়ে আম আদমি পার্টির দফতর ও দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁরা স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে সিধু কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পঞ্জাবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে হাত চিহ্নের প্রার্থী হয়ে তিনি লড়েছিলেন মানসায়। কিন্তু আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি। প্রসঙ্গত, এই সিংলাকেই দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।