করিমগঞ্জ (অসম), ৩০ মে (হি.স.) : দুদিনের সফরে আজ সোমবার করিমগঞ্জে আসছেন রাজ্যের বন ও পরিবেশ, মৎস্য, আবগারি দফতর এবং করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
সরকারি সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, আজ সোমবার বিকেল পাঁচটায় করিমগঞ্জ কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠেয় প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী পরিমল। পরেরদিন মঙ্গলবার সকাল দশটায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠেয় বিভিন্ন যোজনার সুবিধাভোগীদের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি বার্তালাপের অনুষ্ঠানে যোগদান করার কথা বন ও পরিবেশ, মৎস্য, আবগারি দফতর এবং করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের।