কানপুর, ২৯ মে (হি.স.) : শনিবার রাতে উত্তরপ্রদেশের রানিয়ায় একটি বয়লার কারখানায় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি বয়লার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল আসে। আকবরপুর কোতোয়ালির বয়লার কারখানায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় একজন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। মৃতের নাম রামাসারে পাল। কারখানা প্রশাসনের অসতর্কতার অভিযোগ, বয়লারে ত্রুটির কারণে তার মৃত্যু হয়েছে। আহতকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।