রাজ্য অনূর্ধ্ব-‌৭ দাবা রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। রাজ্য অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতা আজ। রবিবার খেলা হবে এন এস আর সি সিতে। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে হবে আসর। ২৯ জুন সকাল ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসরে দুই বিভাগের প্রথম ৪ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। রাজ্য দাবা সংস্থা সূত্রে খবর, মোট ১৪ জন খুদে দাবাড়ু আসরে অংশ নিয়েছে। যার মধ্যে বালিকা দাবাড়ুর সংখ্যা ৫ জন। খেলা পরিচালনা করবেন মিঠুন পাল।এবারই রাজ্য প্রথম অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতা। রাজ্যে এতো ছোট বয়সের দাবাড়ু নেই ওই অজুহাত দিয়ে আগের কমিটি খুদে দাবাড়ুদের বঞ্চিত করতো। এবার আর সেই পথে হাটেনি বর্তমান কমিটি। আর এতে খুসি বর্তমান খুদে দাবাড়ু থেকে তাদের অবিভাবকরাও।