Narendra Modi: ২৮ মে গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গান্ধীনগর ও রাজকোটে রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): শনিবার, ২৮ মে গুজরাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ‘সহকার সে সমৃদ্ধি’ বিষয়ে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সেমিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গান্ধীনগরের কালোল শহরের ইফকো (ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ)-তে নির্মিত ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করবেন মোদী।

গান্ধীনগরের কর্মসূচি শেষে রাজকোটে যাবেন প্রধানমন্ত্রী। রাজকোটের মাতুশ্রী কে.ডি.পি. মাল্টিস্পেশালিটি হাসপাতালেও যাবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মোদী। শনিবার সকাল দশটা নাগাদ রাজকোটের নবনির্মিত মাতুশ্রী কে.ডি.পি. মাল্টিস্পেশালিটি হাসপাতালে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন মোদী। বিকেল চারটে নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ‘সহকার সে সমৃদ্ধি’ বিষয়ে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সেমিনারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।