আগরতলা, ২৬ মে (হি. স.) : ত্রিপুরায় পৃষ্টাপ্রমুখদের সাথে অতীতের স্মৃতি ভাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ২০১৮ সালে বিজেপির জয়ে অসামান্য অবদানের অধিকারী ওই কার্যকর্তাদের কাছে পাঠানো আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই বার্তা প্রত্যেক পৃষ্টাপ্রমুখের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁর অনুগামীরা। তাঁরাই বিপ্লব দেবের চিঠি পৃষ্টাপ্রমুখদের কাছে পৌছে দিচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই চিঠি পেয়ে পৃষ্টাপ্রমুখরাও আপ্লুত হয়েছেন।
বিপ্লব দেব চিঠিতে লেখেন, আমি ২০১৮ সালের আগে থেকে আপনার মতো নিষ্ঠাবান পৃষ্ঠাপ্রমুখের সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত বোধ করি। দীর্ঘদিনের বাম অপশাসনের হাত থেকে ত্রিপুরার আপামর জনগণকে মুক্তি প্রদানের আন্দোলনে আপনার ভূমিকাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন আন্দোলনে প্রিয় পৃষ্ঠাপ্রমুখ ভাই-বোনদের অদম্য সাহসিকতার কথা মনে করে আজও আমি উৎসাহিত হই।
তিনি আরো লেখেন, এখনো মনে পরে সেই সময় বাম অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, জনসভা, রাস্তার কোণে দাড়িয়ে সোচ্চার স্লোগান, সম্মেলন, গনদেবতাদের বাড়ি বাড়ি ঘুরে রাষ্ট্রবাদী প্রচার এবং দিনের শেষে কোনও কার্যকর্তার বাড়িতে একসাথে আহার ভাগ করে নেওয়ার স্মৃতি। সেইসব কথা মনে করে আমার ভিতরে এখনও অনবদ্য প্রেরণাশক্তি সঞ্চারিত হয়।
তাঁর কথায়, আজও আমি শ্রদ্ধা ও সম্মানের সহিত স্মরণ করি আপনাদের সেই দুর্দান্ত সমর্থন এবং ভারতীয় জনতা পার্টির প্রতি নিঃস্বার্থ অবদান ও সমর্পনের কথা। আপনাদের আশীর্বাদকে পুঁজি করেই প্রশাসনিক এবং সাংগঠনিক উভয় স্তরেই সমাজের অন্তিম ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো কাজ করার প্রেরণা পাই, আবেগের সুরে লেখেন তিনি।

