নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বিশালগড় এর রঘুনাথপুরে শতবর্ষ পুরানো পদ্মার বাড়ির ঠাকুর ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ সোমবার রাতে চোরের দল ঠাকুর ঘরের গ্রিলের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঠাকুরের সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ মঙ্গলবার সকালে ঠাকুর ঘরে পুজো দিতে এসে পুরোহিত গ্রিলের দরজা ভাঙা দেখতে পান৷
সঙ্গে সঙ্গে এলাকার লোকজনদেরকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে৷ বিষয়টি বিশালগড় থানার পুলিশকে অবগত করা হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ঠাকুর ঘর থেকে শোনা গয়নাসহ চুরি যাওয়া অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ শতবর্ষ পুরানো ঠাকুর ঘর থেকে সোনা গয়না সহ অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷