টোকিও, ২৪ মে (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রথমে কোয়াড নেতাদের সম্মেলনে মিলিত হন মোদী ও অ্যান্থনি। কোয়াড শিখর সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী, এই সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জনগণের জন্য নয়, বিশ্বের জন্যও উপকারী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনই পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করাটা খুবই সম্মানের বিষয়।”