নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ক্রাইম এন্ড করাপশন কন্েন্টাল সোসাইটির উদ্যোগে রবিবার আগরতলা প্রেসক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷
এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যের হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের মজুদ রয়েছে৷ তাতে মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটে চলেছে৷ রক্তের মজুদ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সমাজের সচেতন নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷
ক্রাইম এন্ড করাপশন কন্েন্টাল সোসাইটি অন্যান্য সামাজিক কর্মসূচির পাশাপাশি রবিবার রক্তদান শিবিরের আয়োজন করায় মেয়র তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ এ ধরনের সামাজিক কার্যকলাপে আগামী দিনেও এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত রক্তদান শিবির কে কেন্দ্র করে এদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷