করিমগঞ্জ (অসম), ২২ মে (হি.স.) : করিমগঞ্জের লাফাশাইল এলাকার বন্যাপীড়িতদের ত্ৰাণ সামগ্ৰী বিলি করেছে উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামিরের করিমগঞ্জ জেলা কমিটি এবং মায়া ফাউন্ডেশন।
করিমগঞ্জ জেলার শেরুলবাগ-লাফাশাইল আঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দুই সংগঠনের কর্মকর্তারা। তাঁরা বন্যার্তদের মধ্যে পানীয় জল, বিস্কুট, চিড়া, চিনি কলা ইত্যাদি খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা এটিএম জাকারিয়া ক্বাসিমী, মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা যুব নদওয়ার সদস্য মওলানা এসাম উদ্দিন আহমেদ, সঞ্চালক আশিকুর রহমা,ন করিমগঞ্জ জেলা নদওয়ার সদস্য মওলানা আব্দুল ওয়ারিস, আঞ্চলিক সম্পাদক ফয়সল আহমেদ, আমসু-র করিমগঞ্জ জেলা সভাপতি মওলানা আসাদ উদ্দিন লস্কর, প্রেড ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ ও জুবাইর আহমেদ প্রমুখ।