উত্তরকাশী, ২১ মে (হি.স.): তুমুল বৃষ্টিতে ধসে গিয়েছে যমুনোত্রী যাওয়ার পাহাড়ি রাস্তা। ধসের কারণে আটকে পড়েছেন ১০ হাজারের বেশি পুণ্যার্থী। আশ্রয়ের অভাবে পুণ্যার্থীদের বড় অংশই যমুনোত্রীগামী রাস্তার উপর রাত কাটাতে বাধ্য হয়েছেন। তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। বিভিন্ন অংশ ভেঙে পড়েছে খাদের ধারে রাস্তার প্রাচীর।
এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। উত্তরকাশী জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িতে ধাপে ধাপে কিছু পু্ণ্যার্থীকে সরানো হচ্ছে। কিন্তু ধস সরিয়ে রাস্তা যাত্রীবাহী বাস চলাচলের উপযুক্ত করতে আরও অন্তত তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।