Covid 19: গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত ৭ লাখ ৩২ হাজার ৪৯৯ জন

ওয়াশিংটন, ১৭ মে (হি.স.) : গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৪৯৯ জন। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ২০২ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯০ হাজার ৩২৪ জনে। মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ভারতে ভাইরাসটিকে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮ জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৯ জন, ইতালিতে ১০২ জন, ফ্রান্সে ১২৬ জন, যুক্তরাজ্যে ১৭৬ জন, জার্মানিতে ৮৬ জন, রাশিয়াতে ৮৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *