কংগ্রেসকে ‘গুড বাই’, ফেসবুক লাইভে দল ছাড়ার ঘোষণা সুনীল ঝাখরের

চণ্ডীগড়, ১৪ মে (হি.স.) : কংগ্রেসকে ‘গুড বাই’ জানিয়ে ফেসবুক লাইভে দল ছাড়ার ঘোষণা করলেন সুনীল ঝাখর। কঠিন পরিস্থিতি থেকে দল যখন ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজতে রাজস্থানের উদয়পুরে চলছে কংগ্রেসের চিন্তন শিবির, ঠিক তখনই পঞ্জাবে জোর ধাক্কা খেল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল ঝাখর শনিবার আচমকা দল ছাড়ার কথা ঘোষণা করেন।

৬৮ বছরের সদ্য প্রাক্তন কংগ্রেস নেতার অভিযোগ, পঞ্জাবে দলের পতনের জন্য দায়ী দিল্লির নেতারা। ফেসবুক লাইভের ‘দিল কি বাতে’ নিশানা করেন হরিশ চৌধুরী, তারিক আনওয়ার এবং বিধানসভা ভোটের সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াতকে। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও তিনি রাহুল গান্ধীর প্রশংসা করেন। সুনীল তাঁকে অনুরোধ করেন, ফের দলের রাশ নিজের হাতে তুলে নিতে, যদিও তিনি চাটুকারদের থেকে তাঁকে সাবধান করে দেন।
তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, “আমি দলের কোনও পদে অধিষ্ঠিত নই, তবে আমার একটি আদর্শ আছে। আমি সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই যে কংগ্রেস সভাপতি হয়েও তিনি কি জানেন না যে আমি দলে কোনও পদে নেই? তাহলে কেন শো-কজ? আমাকে নোটিশ দেওয়া হয়েছে?

হাইকমান্ডের প্রতি তিনি যে বিরক্ত সেটা বোঝা গিয়েছিল পঞ্জাব বিধানসভা ভোটের আগে। সিধু বনাম ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দ্বৈরথে তখন কংগ্রেস বিভক্ত। দুই নেতার গোষ্ঠীকোন্দল থামাতে কালঘুম ছুটে গিয়েছিল দলের শীর্ষস্তরের নেতাদের। তখন সিধুর পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেনকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বলে হাইকমান্ড। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় চরণজিৎ সিং চন্নিকে।কিন্তু তা মেনে নিতে পারেননি সুনীল ঝাখর। কেননা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে ছিলেন। তা না হওয়ায় চন্নিকে আক্রমণও করেন তিনি।