Arrested: সুরক্ষা বাহিনী ও ভিআইপি-দের ওপর হামলার ছক বানচাল, কাশ্মীরে ধৃত লস্কর জঙ্গি

শ্রীনগর, ১৪ মে (হি.স.): সুরক্ষা বাহিনী ও ভিআইপি-দের ওপর সন্ত্রাসী হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। বড়সড় হামলার পরিকল্পনা এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করল সেনাবাহিনী। ধৃত জঙ্গির নাম-রিজওয়ান শফি লোনে। ধৃত জঙ্গির বাড়ি হান্দওয়ারায়। জম্মু ও কাশ্মীরের রফিয়াবাদ ও সোপোরে এলাকায় বড়সড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই লস্কর জঙ্গির।

শনিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রোহামা রফিয়াবাদে পুলিশের সঙ্গে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ওই লস্কর জঙ্গিকে। ধৃতের কাছ থেকে মিলেছে একটি পিস্তল ও গোলাবারুদ। জম্মু ও কাশ্মীরের রফিয়াবাদ ও সোপোরে এলাকায় বড়সড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির।