IGM Hospital : আইজিএম হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে রোগীর রক্তাক্ত দেহ

আগরতলা, ১২ মে : আবারো অমানবিকতার দৃশ্য ফুটে উঠল হাসপাতাল চত্বরে। ঘন্টার পর ঘন্টা মেঝেতে পরে রইলো রোগীর রক্তাক্ত দেহ। এগিয়ে আসতে নারাজ চিকিৎসক সহ নার্সকর্মীরা। 

মানিক দেব-কে বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখেন কয়েকজন রোগীর আত্মীয়রা। বেশ কিছু সময় ধরে মেঝেতে পড়ে ছিলেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায়। কিন্তু প্রশ্ন নার্স কর্মী থেকে শুরু করে বেসরকারি নিরাপত্তারক্ষী অথবা চিকিৎসক কেউই তাকে উদ্ধার করেননি। তবে ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা হাসপাতালে গেলে টনক নড়ে হাসপাতাল কতৃপক্ষের। পরবর্তীতে দেখা যায় বেশ অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে মানিক দেবের। অর্থাৎ মৃত অবস্থায় অনেকক্ষণ মেঝেতে পড়েছিলেন মানিক দেব। 

এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নার্সদের আহবান করছেন প্রত্যেক রোগীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। অপরদিকে আন্তর্জাতিক নার্স দিবসে দাঁড়িয়ে অন্য চিত্র লক্ষ্য করা গেলো ঐদিন আইজিএম চত্বরে। সরকারি হাসপাতালগুলোতে কেন এত দায়সারা ভাব? রাজ্যের সাধারণ নাগরিকরা চিকিৎসার জন্য তবে  কোথায় যাবেন? এমনই প্রশ্ন করছেন সাধারন নাগরিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *