ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। চ্যাম্পিয়ন হলো দ্বারচৈ কোচিং সেন্টার। ফাইনালে পরাজিত করলো রামগুনা কোচিং সেন্টারকে। মহকুমা আন্ত: প্লে সেন্টার ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার মহকুমার পূর্ত দপ্তরের মাঠে হয় এদিন ৪ দলীয় আসর। তাতে অংশ নিয়েছিলো রামগুনা কোচিং সেন্টার, দ্বারচৈ কোচিং সেন্টার,পি ডব্লু ডি কোচিং সেন্টার এবং ধনসিং মেমোরিয়াল কোচিং সেন্টার। ওই মহকুমার সহকারি ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথেক ব্যাক্তিগত উদ্যোগেই হয় এদিন আসর। লক্ষ্য একটাই প্রতিভাবান ফুটবলারদের বের করে আনা।
তাচতে ফাইনালে দ্বারচৈ কোচিং সেন্টার ২-০ গোলে পরাজিত করে রামগুনা কোচিং সেন্টারকে। শুরু থেকেই দুদলের খুদে ফুটবলাররা তাদের ক্রীড়া কৈশলীর মধ্য দিয়ে সকলের নজর কেড়ে নেয়। দক্ষতায় খুব একটা হেরফের না হলেও গতিতে শেষ পর্যন্ত কিছুটা পিছিয়ে পড়ে রামগুনার ফুটবলাররা। আর এখানেই হারতে হয়েছে দলকে। বিজয়ী দলের পক্ষে মুয়ানপুইয়া ডার্লং এবং জন ডার্লং গোল করে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। খেলা পরিচালনা করেন রংতুয়া সাংগা ডার্লং।
খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে কোচিং সেন্টারের খুদে ফুটবলারদের মধ্যে। আগামীদিনেও এমন আসর যাতে করা হয় এর দাবি রাখা হয়েছে।