Internet Service: রাজস্থানের ভিলওয়াড়ায় যুবককে কুপিয়ে খুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ

ভিলওয়াড়া, ১১ মে (হি.স.): রাজস্থানের ভিলওয়াড়া জেলায় খুন হলেন ২২ বছরের একজন যুবক। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ভিলওয়াড়া জেলার কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২ মে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

ভিলওয়াড়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত শাস্ত্রীনগরের নিউ হাউজিং বোর্ডে মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী মিলে বছর ২২-এর এক যুবককে খুন করেছে। সেই খুনের ঘটনার পর থেকেই শহরের পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ভোপালপুরা রোডের বাসিন্দা আদর্শ তাপাডিয়া (২২)-কে নিউ হাউজিং বোর্ডের ব্রাহ্মণী মিষ্টির দোকানের বাইরে কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই আদর্শকে ছুরি দিয়ে কোপানো হয়।রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিস্থিতি এরপর উত্তপ্ত হতে থাকে। দোষীদের গ্রেফতারির দাবিতে হাসপাতালে জড়ো হতে থাকেন অসংখ্য মানুষ।

এই ঘটনার প্রেক্ষিতেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২ মে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ভিলওয়াড়ার জেলাশাসক আশিষ মোদী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ভিলওয়াড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *