Volleyball : ভলিবল সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ত্রিপুরার খেলোয়াড়দের আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। এবার ভলিবল খেলোয়াড়দের পালা। জাতীয় সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ত্রিপুরার উপযুক্ত ভলিবল খেলোয়াড়দের সিলেকশন ট্রায়াল হবে ব্যাঙ্গালুরুতে। সেখানকার সাই এনএসএস-এ আগামী ১৮ থেকে ২১ মে, মহিলা খেলোয়াড়দের জন্য এবং ২৩ থেকে ২৫ মে পুরুষ খেলোয়াড়দের জন্য ট্রায়াল’ ক্যাম্প অনুষ্ঠিত হবে। উভয় ক্ষেত্রেই অনূর্ধ্ব-২০ বছর বয়সের খেলোয়াড়রা শিবিরে অংশ নেবে।

এছাড়া, খেলোয়ারদের দৈহিক উচ্চতা ও যোগ্যতা বিষয়ক কিছু নির্দেশিকা রয়েছে। ব্লকার পজিশনের খেলোয়াড়দের জন্য পুরুষদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৯৫ বা ততোর্ধ এবং মহিলাদের ক্ষেত্রে ১৭৮ সেমি বা ততোর্ধ হতে হবে। অ্যাটাকার এবং ইউনিভার্সেল-এর ক্ষেত্রে পুরুষ বিভাগে ১৮৮ সেমি বা ততোর্ধ এবং মহিলাদের ক্ষেত্রে ১৭৫ সেমি বা ততোর্ধ হতে হবে। সেটার পজিশনের খেলোয়ারদের ক্ষেত্রে পুরুষ বিভাগে ১৮৬ সেমি বা ততোর্ধ এবং মহিলা বিভাগে ১৭০ সেমি বা ততোর্ধ্ব দৈহিক উচ্চতা হতে হবে। বয়স গুনতে হবে ১-১-২০২২ এর নিরিখে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৩ বা তার পরে। খেলোয়াড়রা আন্তর্জাতিক, জাতীয় বা সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় স্তরে অংশ নিয়েছে, এমন হলে অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, জাতীয় সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের ক্ষেত্রে সামগ্রিক ব্যয়ভার খেলোয়াড়দের নিজেকেই বহন করতে হবে। উপযুক্ত ভলিবল খেলোয়াড়রা রাজ্য থেকে কর্নাটকের ব্যাঙ্গালোরে জাতীয় শিবিরে অংশ নিতে চাইলে আগামী ১৩ মে’র মধ্যে অবশ্যই ত্রিপুরা ভলিবল এসোসিয়েশনের অ্যাকটিং  সেক্রেটারি চন্দন সেন-এর সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।