Mafia : জমি কিনে মাফিয়ার রোষানলে ব্যক্তি বিজেপি মন্ডল অফিসে জানিয়েছেন নালিশ

আগরতলা, ১০ মে : জমি মাফিয়াদের রোষানলে পড়েছেন এক ব্যাক্তি।  বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জমি ক্রয়ের মূল্যের ১০ শতাংশ টাকা চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ-বিষয়ে বিজেপি মন্ডল অফিসে অভিযোগ জমা দেন আক্রান্ত ব্যক্তি।

ঘটনার বিবরণে জানা যায়, সুভাষ পাল কিছুদিন আগে একটি জায়গা ক্রয় করেছিলেন। অভিযোগ, ৩২ নং ওয়ার্ডের বিজেপি কর্মী পার্থ দেবনাথ সহ পাঁচজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই জমির ১০ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ টাকা দাবি করেন। জমি মাফিয়াদের হুমকিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সুভাষ পাল।ঘটনার পরিপ্রেক্ষিতে  আক্রান্ত ব্যাক্তি ৩২নং ওয়ার্ডের বিজেপি কর্মী পার্থ দেবনাথ সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ এনে অভিযোগপত্র দাখিল করেন ৮  বড়দোয়ালী মন্ডল অফিসে।  মূলত বিজেপির অন্দরে কিছু স্বার্থান্বেষী লোক দলকে কালিমালিপ্ত করতেই এধরনের ঘটনা সংঘটিত করছে বলে দাবি দলের অন্যান্য নেতৃত্বের। ঘটনার দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেন আক্রান্ত ব্যাক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *