কমলপুর(ত্রিপুরা), ৯ মে (হি. স.) : জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় আরও চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় ওই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে।
প্রসঙ্গত, কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। গত বৃহস্পতিবার জমি বিবাদকে কেন্দ্র করেই রজনী দাস, সন্তোষ দাস, প্রীতুষ দাস ও বিলাসী দাসের উপর হামলা চালান বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস। ওই হামলায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
ওইদিন হামলার পর জিবি হাসপাতালে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রজনী দাস। প্রিতুষ দাস এবং বিলাসী দাসের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ডাববাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তাঁদের শেষকৃত্যে গিয়েছিলেন। বাবা, মা ও ছেলের একত্রেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় পুলিশ ভারতীয় দন্ডবিধি ৪৪৭, ৩২৬, ৩০৭, ৩০২ এবং ৩৪ ধারায় মামলা নিয়েছে। মূল অভিযুক্ত বিকাশ ও ধীরেন্দ্র দাসকে আজ পুলিশ গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, ডাববাড়ি এলাকায় তিনজনকে খুনের ঘটনায় গত ৭ মে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ওইদিন প্রসেঞ্জিত দাস, দিলীপ দাস এবং অমল দাসকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছিল। আজ বিকাশ দাস, স্বাগতম দাস, ধীরেন্দ্র দাস এবং শিখারাণী দাসকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছিল। তাদের মধ্যে বিকাশ দাস ও স্বাগতম দাসের একদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত ওই আবেদন মঞ্জুর করেছে। বাকি দুইজনকে ২০ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।