কলকাতা, ৮ মে (হি. স.) : রবিবার আন্তর্জাতিক মাতৃ দিবসে সব মায়েদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি তাঁর টুইটে লিখেছেন, ‘মাতৃদিবসে সব মাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীদের মধ্যে, আমাদের দেশমাতৃকার মধ্যে, আমাদের বসুন্ধরা মায়ের মধ্যে। আমার নানা গানের মধ্যে, কবিতার মধ্যে আমি তাঁরই বন্দনা করেছি। আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা করেছি।’ এদিন মাতৃদিবস উপলক্ষ্যে টলিউড থেকে বলিউড, ছোট থেকে বড় পর্দা সকল সেলিব্রিটিরা তাঁদের মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যালে ছবি পোস্ট করে। এমনকী যারা নতুন মা হয়েছেন, তাঁরাও তাঁদের সন্তানদের নিয়ে মাতৃদিবস উদযাপন করছেন।