হাফলং (অসম), ৮ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে এক শোকাবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহতকে জনৈক কৃষ্ণবাহাদুর ছেত্রী বলে শনাক্ত করা হয়েছে।
আজ রবিবার সকাল ৯.০০টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাফলং শহরের পার্শ্ববর্তী ডিমালিকরাজিতে। সকালে কৃষ্ণনগর থেকে বিদ্যুৎ পর্ষদের এএস ২৭ সি ৪১৬৩ নম্বরের বলেরো পিকআপ ভ্যানটি ডিমালিকরাজির পাহাড়ি উঁচু রাস্তায় উপরে উঠতে যাচ্ছিল। কিন্তু আচমকা গাড়ির ব্রেকফেল হয়ে পেছন দিকে ছুটতে থাকে। তখন বলেরো পিকআপ ভ্যানের আরোহী কৃষ্ণবাহাদুর ছেত্রী নামের ব্যক্তি গাড়ি থেকে ঝাঁপ দেন। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হন।
সঙ্গে সঙ্গে আশপাশ এলাকার লোকজন জড়ো হয়ে কৃষ্ণবাহাদুরকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে রাস্তায়ই তাঁর মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ায় রাস্তার পাশে একটি দেওয়ালে গিয়ে কৃষ্ণবাহাদুর পড়েন। এতে তাঁর মাথার পেছনের দিক ফেটে চৌচির হয়ে যায়। তাছাড়া তাঁর দু হাত গাড়ির চাকায় পেছনের দিকে ঠেলে নিয়ে যাওয়ায় থেঁতলে জখম হয়। তবে অন্য আরোহীরা গাড়িতে বসে থাকায় তাঁরা সুরক্ষিত থেকে যান।
স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গেছে, বিদ্যুৎ কোম্পানির এই গাড়িটি কৃষ্ণনগর থেকে কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। এদিকে মৃত কৃষ্ণবাহাদুর ছেত্রী কৃষ্ণনগর গ্রামের সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে। কৃষ্ণবাহাদুরের মৃতদেহ পুলিশ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালের মর্গে রেখেছে।