ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। লো স্কোরিং ম্যাচ। উদয়পুর মহকুমাও জয় দিয়ে লীগ সূচনা করেছে। হারিয়েছে শান্তিরবাজার মহকুমা দলকে। পাঁচ উইকেটের ব্যবধানে। উদয়পুরের বোলারদের সম্মিলিত অ্যাটাকে শান্তিরবাজারের ব্যাটসম্যানরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেননি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের দ্বিতীয় দিনে জামজুরি মাঠে গ্রুপ বি-এর খেলায় উদয়পুর মহাকুমা দল ৫ উইকেটের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করেছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে শান্তির বাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৫.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে শান্তিরবাজার সাকুল্যে ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রদীপ দেববর্মার ১৭ রান এবং রবি শংকর মুড়াসিং-এর ১৩ রান উল্লেখ করার মতো। অন্যরা উইকেটে তেমন দাঁড়াতেই পারেনি। উদয়পুরের রানা দত্ত ৪ রানে তিনটি এবং শাহরুখ হোসেন ১১ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর মহকুমা দল ১২.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শংকর পাল একাই অপরাজিত ভূমিকায় ৪৩ রান সংগ্রহ করে দলকে সহজ জয় এনে দেয়। সঙ্গে সম্রাট সূত্রধর এবং স্বপন দাস কিছুটা রান যোগ করেছে। শান্তিরবাজার দলের রবিশঙ্কর মুরাসিং ১৬ রানে তিনটি এবং অপূর্ব বিশ্বাস ৩৩ রানে ২টি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে রানা দত্ত পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব।
2022-05-07