জাতীয় শিক্ষানীতির বিরোধীতায় সরব এআইডিএসও

আগরতলা, ৭ মে : জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিরুদ্ধে সরব হল এআইডিএসও। এদিন রাজধানীর শিক্ষা ভবনের সামনে আন্দোলন সংগঠিত করেছে সংগঠন।

এআইডিএসও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণ ছাত্র স্বার্থবিরোধী একটি নীতি। এই শিক্ষা নীতির মাধ্যমে  সমস্ত শিক্ষাব্যবস্থা বেসরকারি পথে ধাবিত হচ্ছে। শিক্ষার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।  যার ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি এও বলেন, এই শিক্ষা নীতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাচ্চাদের তিন বছর বয়স থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করা হবে। কিন্তু রাজ্যে সহ দেশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা খুবই খারাপ। সেগুলির দিকে সরকার কোনো দৃষ্টিপাত করছে না।

এদিকে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোন পরীক্ষা হবে না বলে জানানো হয়েছে এই শিক্ষানীতির সিদ্ধান্তে। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া হবে পরবর্তী শ্রেণীতে। ফলে শিক্ষার মান দিন দিন কমে আসছে। 

এছাড়াও দ্বাদশ শ্রেণীর পর প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার পদ্ধতিরও তীব্র নিন্দা করেন রামপ্রসাদ আচার্জী। সরকারের এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রত্যেককে সরব হওয়ার আহবান করেন এআইডিএসও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ  আচার্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *